• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

আর্জেন্টিনায় রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী

স্থানীয় রীতি অনুযায়ী তাঁকে গার্ড অফ অর্নার দেওয়া হয়। গত ৫৭ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে আর্জেন্টিনায় গেলেন।

পঞ্চদেশীয় সফরে বেরিয়ে শুক্রবার আর্জেন্টিনায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদী। ২০১৮ সালেও জি ২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার সে দেশে তাঁর দু’দিনের সফর। স্থানীয় রীতি অনুযায়ী তাঁকে গার্ড অফ অর্নার দেওয়া হয়। গত ৫৭ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে আর্জেন্টিনায় গেলেন। সেখানে রাজকীয় অভ্যর্থনা পাওয়ার পর এ নিয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন। নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ভারত ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমার এই বুয়েনস আইরেস সফর। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করার জন্য আমি মুখিয়ে আছি।’

ভারতের পহেলগামে সন্ত্রাসী হামলায় বহু পর্যটকের মৃত্যুর ঘটনার পর কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছিল আর্জেন্টিনা। শনিবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন জেভিয়ার মিলেই। সূত্র মারফৎ জানা গিয়েছে, শনিবারের বৈঠকে লিথিয়াম, কৃষি, প্রতিরক্ষা, এলএনজি ও পারমাণবিক সহযোগিতা বিষয়ে দু’জনের আলোচনা হবে। চিলি ও বলিভিয়ার মতোই আর্জেন্টিনায় লিথিয়ামের খনি রয়েছে। সেখান থেকে আগামী দিনে এই জ্বালানি কীভাবে আমদানি করা যায় সেই নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ভারত থেকে ফল, শাকসবজি ও দুগ্ধজাত দ্রব্য আর্জেন্টিনায় রপ্তানির ব্যাপারেও আলোচনা হবে বলে জানা গিয়েছে। পঞ্চদেশীয় সফরে শুক্র ও শনিবার আর্জেন্টিনায় থাকবেন নরেন্দ্র মোদী। তারপর যোগ দেবেন ব্রাজিলের ব্রিকস সম্মেলনে। মোদীর সফরের জেরে আর্জেন্টিনার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির পথ প্রসস্থ হয় কিনা সেটাই এখন দেখার।