• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে লন্ডনগামী বিমান

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ডাক্তারদের একটি হস্টেলে ভেঙে পড়েছে। এমনটাই জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশকর্তা।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ডাক্তারদের একটি হস্টেলে ভেঙে পড়েছে। এমনটাই জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশকর্তা। আহমেদাবাদের ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১২ জন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন বিমানটিতে। ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ দুর্ঘটনা স্থল পরিষ্কার হয়ে গিয়েছে। গ্রিন করিডোরে করে আহতদের হাসপাতালে স্থানান্তরের বিষয়ে জনগণের সাহায্য চেয়েছেন তিনি।

ওই পুলিশ আধিকারিক বলেন, ‘ওড়ার পর, প্লেনটি ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তের পরে, আমরা জানতে পারি যে প্লেনটি ডাক্তারদের হস্টেলের উপর ভেঙে পড়ে। ঘটনাটির কয়েক মিনিট পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয়… আমরা এলাকার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পরিষ্কার করেছি… আমরা জনগণের সহযোগিতা চাই যাতে আমরা অ্যাম্বুলেন্সগুলিকে হাসপাতালে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে পারি।’

এদিকে এই দুর্ঘটনার জেরে ওই বাড়িটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে প্রায় ৫০ জন ইন্টার্ন থাকতেন। দুর্ঘটনার সময়ে যাঁরা সেখানে ছিলেন, সকলেরই মৃত্যুর আশঙ্কা। তার পাশের একটি বিল্ডিংয়ে থাকেন রেসিডেন্ট চিকিৎসকেরা। তাঁরা সকলেই আহমেদাবাদ সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন। কত জন হতাহত হয়েছেন, তা স্পষ্ট নয়। অসমর্থিত একটি সূত্র বলছে, ১৫ জন চিকিৎসক আহত হয়েছেন।

সুরক্ষিত উদ্ধার অভিযানের জন্য প্রচেষ্টা চলছে। গুজরাট সরকার গান্ধিনগর থেকে বিমান দুর্ঘটনাস্থলে ৯০ জন কর্মী নিয়ে তিনটি জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) টিম মোতায়েন করেছে। আহমেদাবাদ সিটি পুলিশ পুলিশ জরুরি পরিষেবার জন্য এবং বিমান দুর্ঘটনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে একটি জরুরি নম্বর চালু করেছে। আহমেদাবাদ বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ডিজিসিএ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৩৮ মিনিটে ওড়ার পর লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের মেঘানি নগর এলাকার ভেঙে পড়ে। বোয়িং এয়ারক্রাফটটি ১২ জন ক্রু সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ায় আপাতত সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রয়েছে।