• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবসে ছাত্রছাত্রীদের শোভাযাত্রা

সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে রীতি মেনে শ্রীশ্রী গুরু মহারাজের আবির্ভাব দিবস পালন করা হয় দেবত্বে বরণ, পূজা-আরতি ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে।

নিজস্ব চিত্র

গভীর ভক্তি, আধ্যাত্মিক পরিবেশ ও ধর্মীয় আবেশে মুখর হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুর এলাকা। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজন করা হল এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উপলক্ষে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে প্রণব মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয় এক অভিনব ও তাৎপর্যপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রা।

এই শোভাযাত্রায় অংশ নেয় ১৩১ জন ছাত্রছাত্রী, যারা স্বামী প্রণবানন্দজী মহারাজের বেশে সজ্জিত হয়ে পথে নামে। রঙিন পোশাক, তিলক, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও আধ্যাত্মিক অনুষঙ্গে সজ্জিত খুদে অংশগ্রহণকারীরা যেন জীবন্ত হয়ে তোলে মহান সন্ন্যাসীর জীবনাদর্শ, ত্যাগ, সাধনা ও মানবসেবার দর্শন। শিশুদের এই ভাবগম্ভীর ও সৃজনশীল উপস্থাপনা উপস্থিত দর্শক, স্থানীয় মানুষ ও ভক্তদের আবেগে আপ্লুত করে তোলে।

Advertisement

শোভাযাত্রার মাধ্যমে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, সমাজের সামনে একটি নৈতিক বার্তাও তুলে ধরা হয়। আয়োজকদের মতে, বর্তমান যুগের ভোগবাদী ও অনুকরণনির্ভর সংস্কৃতির বিপরীতে মানবিকতা, নৈতিকতা ও আত্মিক শক্তির গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শিশুদের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের মনে স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শ, মানবসেবা ও আত্মশুদ্ধির দর্শন রোপণ করার প্রয়াস নেওয়া হয়।

Advertisement

শোভাযাত্রা শেষে প্রণব মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ প্রদর্শনী। সেখানে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ভারত সেবাশ্রম সঙ্ঘের দশটি বর্ণময় কর্মধারা— ‘জনসেবা’, ‘শিক্ষা’, ‘স্বাস্থ্য’, ‘ত্রাণ’, ‘তীর্থসংস্কার’ এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ড— চিত্র ও মডেলের মাধ্যমে উপস্থাপন করে। এই প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন শিশুদের মধ্যে সেবামূলক চেতনার বীজ বপন করা হয়, তেমনি সাধারণ মানুষের কাছেও সঙ্ঘের বিস্তৃত সমাজসেবামূলক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরা হয়।

সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করে মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ। সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে রীতি মেনে শ্রীশ্রী গুরু মহারাজের আবির্ভাব দিবস পালন করা হয় দেবত্বে বরণ, পূজা-আরতি ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে। ভক্তদের উপস্থিতিতে প্রণব মন্দির প্রাঙ্গণ এক পবিত্র, শান্ত ও আনন্দময় আবহে ভরে ওঠে।

মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে বিধি মেনে আয়োজন করা হবে ১১তম প্রণব রথযাত্রা। ওই দিন দুপুর ২টা থেকে এই রথযাত্রা শুরু হবে, যা মন্মথপুর এলাকায় এক বৃহৎ আধ্যাত্মিক উৎসবে পরিণত হবে বলে আশাবাদী আয়োজকরা।

স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন, সেবামূলক আদর্শ ও মানবকল্যাণমূলক চিন্তাকে সামনে রেখে মন্মথপুরের এই আয়োজন শুধুমাত্র একটি স্মরণোৎসব নয়— বরং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে মানবসেবা, আধ্যাত্মিকতা ও নৈতিকতার বীজ বপনের এক সুদূরপ্রসারী সামাজিক প্রয়াস হিসেবেই এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব অর্জন করল।

Advertisement