ভ্যাকসিন আনার অনুমতি চাইল ফাইজার

আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবার ভারতে তাদের তৈরি করােনা টিকা বাজারে আনার জন্য আবেদন করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া-এর কাছে। 

Written by SNS New Delhi | December 7, 2020 2:03 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবার ভারতে তাদের তৈরি করােনা টিকা বাজারে আনার জন্য আবেদন করল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই-এর কাছে। 

সংবাদ সংস্থা পিটিআই একটি সরকারি সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, ভারতেও সেই টিকার ছাড়পত্র পেতে ডিজিসিআই-এর কাছে আবেদন জানিয়েছে ওই আমেরিকান সংস্থা। 

প্রসঙ্গত, ইতিমধ্যেই ব্রিটেন সাধারণ ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। একইভাবে অনুমতি দিয়েছে বাহরিন।

উল্লেখ্য, ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি বা বায়ােটেকের কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হলেও, ফাইজারের ভ্যাকসিনের ট্রায়াল হয়নি। তাই গত বুধবার যখন ব্রিটেন এই ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিল, তখনও তা অদূর ভবিষ্যতে ভারতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল না।

কিন্তু শনিবার একপ্রকার সবাইকে চমকে দিয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সরাসরি এই ভ্যাকসিনের বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চাইল ফাইজার। সরকারি ওই সূত্র বলছে, ৪ ডিসেম্বর ফাইজার অনুমতিপত্রে লিখেছে, ভারতে এই টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি দেওয়া হােক।