• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তামিলনাড়ুতে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর রানিপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনটিকে লাইনে ফেরানো হয়েছে। বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কোনও ট্রেন এই ঘটনার কারণে বাতিল হয়েছে কি না, তা জানায়নি রেল কর্তৃপক্ষ।

শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ওই প্যাসেঞ্জার ট্রেনটি ছাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করেন। এর জেরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। যাত্রীদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় লাইনের একাংশ ভেঙেও যায়।

Advertisement

স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। তাঁরা জানান, এই ঘটনায় যাত্রীরা কেউ হতাহত হননি। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর। ২০১১ সালে চিত্তেরিতেই দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণ হারান ১১ জন যাত্রী। আহতের সংখ্যা ছিল ৭০-এর উপরে।

Advertisement

Advertisement