বৃহস্পতিবার চাঞ্চল্যকর এক ঘটনা মুম্বইয়ে। পোয়াই এলাকার এক স্টুডিও থেকে ২০ জনেরও বেশি শিশুকে নিরাপদে উদ্ধার করল পুলিশ। অভিযোগ, রোহিত আর্য নামের এক ব্যক্তি ওই স্টুডিওতে শিশুদের জিম্মি করে হুমকি দেন, যদি তাঁকে ‘কিছু মানুষের সঙ্গে কথা বলার সুযোগ’ না দেওয়া হয়, তবে তিনি আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দেবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রোহিত আর্য একটি ভিডিও প্রকাশ করে জানান, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ না করলে তিনি নিজে ও এই শিশুদের ক্ষতি করে দেবেন। তবে তিনি ঠিক কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বা কেন এমন পরিস্থিতি তৈরি করলেন, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুম্বই পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যেই সব শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব শিশু সুস্থ রয়েছে এবং অভিভাবকদের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে।
Advertisement
মুম্বই পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সব শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রোহিত আর্যকে আটক করা হয়েছে। কেন তিনি এমন কাজ করলেন এবং তাঁর মানসিক অবস্থা কেমন, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের মানসিক অবস্থা যথেষ্ট সন্দেহজনক।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শিশুরা ভয় পেলেও এখন তারা নিরাপদ ও সুস্থ রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন।
Advertisement



