• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কংগ্রেসে ‘না’ পিকের

শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর। মঙ্গলবার টুইট করে তা জানিয়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রনদিপ সিং সূরজেওয়ালা।

শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রশান্ত কিশোর। মঙ্গলবার টুইট করে তা জানিয়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রনদিপ সিং সূরজেওয়ালা।

২০২৪ সালের আগে প্রায় ডুবন্ত শতাব্দি প্রতিনিধি দলকে পুনরুদ্ধারের জন্য বেশ কিছু টোটকা দিয়েছিলেন প্রশান্ত কিশোর।

Advertisement

এমনকি দফায় দফায় তখন সোনিয়া গান্ধী কখনোবা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক উচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় তার।

Advertisement

দল বাঁচাতে ২০২৪ কে সামনে রেখে বেশ কয়েকটি রোডম্যাপও সোনিয়া গান্ধী দের বাতলে দেন তিনি।

সূত্রের খবর, এরপরই প্রশান্ত কিশোর কে সরাসরি কংগ্রেসের যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন তিনি কংগ্রেস।

সূত্রের খবর, কংগ্রেস থেকে বলা হয় দলে যোগ দিলে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোন যোগাযোগ রাখতে পারবেন না তিনি। যদিও এরপরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর এর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোরের এমনকি তার প্রাক্তন সংস্থা আই প্যাক চুক্তি করে সরকারের সঙ্গে।

পাশাপাশি প্রশান্ত কিশোরের কংগ্রেসের যোগদান নিয়ে দলের একটি বড় অংশ বিপক্ষ মত প্রকাশ করেন।

অপরদিকে প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠদের দাবি প্রথম দিকে সরাসরি কংগ্রেসের যোগ দিয়ে স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন পিকে, কিন্তু তা মানতে নারাজ দলেরই একটা বড় অংশ।

সূত্রের খবর, সেই কারণেই প্রথমদিকে নিজে থেকেই দলে যোগ দিতে চেয়ে ছিলেন তিনি, কিন্তু পরে নিজে থেকেই পিছিয়ে আসেন তিনি।

Advertisement