প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ।

Written by SNS July 14, 2023 10:33 am

উত্তরবঙ্গ:- রাতভর প্রবল বৃষ্টি। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বেশ কিছু এলাকা। হরপা বানে ভয়ঙ্কর অবস্থা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হান্টাপাড়া এলাকা। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে সেখানে। হটাৎ আবহাওয়ার পরিবর্তনে আটকে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় উদ্ধারকাজে নামল ভারতীয় সেনাবাহিনী। আলিপুরদুয়ারের মেচপাড়াতে সেনাবাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত ওই এলাকাতে ৭২ জনকে উদ্ধার করেছেন জওয়ানরা। সূত্রের খবর, যার মধ্যে ২৪ জন বাচ্চা আছে। বহু জায়গাতে জল ঢুকে পড়েছে। যার ফলে আটকে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় ভারতীয় সেনাকে উদ্ধারকাজে নামানো হয়েছে। জানা গিয়েছে, একই সঙ্গে স্থানীয় প্রশাসনও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আর এর মধ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি হয়। আর এরপরেই ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা আব্দুল পাড়া, মঙ্গলবাড়ী এলাকার মহাকাল পাড়া, উত্তর ধুপঝোড়া নিতেন পাড়া, দক্ষিণ ধুপঝোড়ার মনশ্বর পাড়া এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ওই এলাকাগুলোতে জল নিকাশির কোন ব্যবস্থা না থাকার জন্যই এই অবস্থা বলে বাসিন্দারা অভিযোগ করেন। ইতিমধ্যে যদিও বহু মানুষকে প্রশাসন উদ্ধার করেছে। অন্যদিকে তোর্সা নদীতে জলসীমা বিপদসীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি হড়পা বানে ইতিমধ্যে উত্তরবঙ্গে একজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সকাল আটটা নাগাদ ফেরার পথে নদীর মাঝ বরাবর থাকা অবস্থায় আচমকা হড়পা বান চলে আসে বাঙড়ি নদীতে। ভাসিয়ে নিয়ে চলে যায় রোহিনাথ ওরাওকে। খবর পেয়ে তার পরিবারের লোক খোঁজাখুঁজি করা শুরু করে। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে পাওয়া যায় তার মৃতদেহ।