• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাক অধিকৃত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সঙ্গে কথা নয়, মালেশিয়ায় অভিষেক

ভারতের ঐক্য বোঝাতে অভিষেক রাজনৈতিক মতপার্থক্যের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ রয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কুয়ালালামপুরে ‘অপারেশন সিঁদুর’-এর প্রচারে গিয়েছেন ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়ায় গিয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-র নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এই দলের অন্যতম সদস্য হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুর চড়ানোর আহ্বান জানিয়েছেন অভিষেক। বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে সাংসদ অভিষেক বলেন, ‘পাক সেনাবাহিনীর শীর্ষকর্তারা জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছেন। সে ছবি গোটা বিশ্ব দেখেছে। পাবলিক ডোমেনেও এর প্রমাণ রয়েছে। ফলে, সুস্থ আলোচনা এবং সন্ত্রাস কোনওভাবেই একসঙ্গে চলতে পারে না।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীর ছাড়া আর কোনও বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা করবে না ভারত।

অভিষেকের কথায়, ‘অনেকেই বলেন, ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব  ৪-৫ দশক ধরে চলছে। এটা আমিও মানি। কিন্তু ভারত বারংবার এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছে। সময়ের সঙ্গে সব কিছু বদলে গেলেও, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান কিন্তু বদলায়নি। ২২ এপ্রিল যা হয়েছে, এরপরও যদি আলোচনা হয়, আমি বলব, পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছাড়া পাকিস্তানের সঙ্গে আর একটাও কথা নয়। না হলে এটা চলতেই থাকবে। আমি বিশ্বাস করি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’

Advertisement

ভারতের ঐক্য বোঝাতে অভিষেক রাজনৈতিক মতপার্থক্যের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমার রাজনৈতিক মতভেদ রয়েছে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি, জাতীয় স্বার্থের কাছে আমার রাজনৈতিক স্বার্থ বড় নয়। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার প্রশ্নে আমি দেশের পাশে সর্বদা দাঁড়াবই।’ কেন পহেলগামে জঙ্গি হামলা? কারণ ব্যাখ্যা করে অভিষেক জানান, ‘পাকিস্তান আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়! সেটা হতে দেওয়া যাবে না। তাই আমার অনুরোধ, পরবর্তীবার যখন আপনারা ভারতে আসবেন, তখন ৩-৪ দিন কাশ্মীরে কাটাবেন। স্থানীয় মানুষদের পাশে দাঁড়িয়ে কাশ্মীরের পর্যটন ও অর্থনীতিকে উৎসাহ দেবেন।’ ভারত সরকার ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরের ব্রিকফিল্ডসে অবস্থিত বৌদ্ধ স্থাপত্যশৈলী। এ দিন সেখানে নিজেকে ফ্রেমবন্দি করেছেন অভিষেক। সেই সঙ্গে ব্রিকফিল্ডসে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান কালচারাল সেন্টারে উপস্থিত হয়ে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। পাশাপাশি এ দিন কুয়ালালামপুরের ভারতীয় হাইকমিশনে পৌঁছে প্রতিনিধিদলটি হাই কমিশনার বি এন রেড্ডির সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেছেন।

Advertisement

Advertisement