দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় স্বামী বা স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনকলও এখন থেকে প্রামাণ্য নথি হিসেবে গণ্য হতে পারে। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, আইনত ব্যতিক্রমী পরিস্থিতিতে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সময় গোপন রেকর্ড করা কথোপকথন আদালতে গ্রহণযোগ্য হতে পারে।
একটি মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। ওই মামলাটিতে স্বামী স্ত্রীর বিরুদ্ধে নৃশংস আচরণের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে ফোনে স্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথন রেকর্ড করেন স্বামী এবং তা আদালতে উপস্থাপন করেন। অন্যদিকে, স্ত্রী সেই রেকর্ডিংকে গোপনীয়তার লঙ্ঘন বলে দাবি করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা করেন।
Advertisement
হাইকোর্ট স্ত্রীর যুক্তিকে মান্যতা দিলেও, সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে জানায়, ভারতীয় প্রমাণ আইনের ১২২ নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে হওয়া ব্যক্তিগত আলাপচারিতা আদালতে পেশ করা যায় না। তবে একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলে এই নিয়মে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে। এই মামলাও সেই ব্যতিক্রমী ক্ষেত্রের অন্তর্ভুক্ত।
Advertisement
সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানায়, এই রেকর্ডিং আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এবং এতে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে না। এই রায় দাম্পত্য মামলায় প্রমাণ উপস্থাপন সংক্রান্ত আইনি ব্যাখ্যায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
Advertisement



