বিহারে নির্বাচনের আবহে রাজ্যের এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, সরকারে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কোনও মতামতই আর গুরুত্ব পায় না। বিহারের সরকার আসলে ‘এক ইঞ্জিন সরকার’, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দিল্লির হাতে।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘নীতীশজি যা বলছেন, কেউ শুনছেন না। তিনি মুখ্যমন্ত্রী হলেও সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। বিহারের সরকার তো দুই ইঞ্জিন বলে প্রচার করত। কিন্তু বাস্তবে চলছে এক ইঞ্জিনে। আর সেটি হল কেন্দ্রের ইঞ্জিন।’
Advertisement
তিনি দাবি করেন, এর ফলে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘জনগণের সমস্যার কোনও সমাধান হচ্ছে না। কৃষক, যুবক, মহিলা— কারও কণ্ঠস্বর এই সরকারের কাছে পৌঁছচ্ছে না’।
Advertisement
প্রিয়াঙ্কা দাবি করেন, বর্তমানে বিহারের প্রশাসন চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মানুষের আস্থা দ্রুত কমছে। তিনি বিহারের জনগণের প্রতি আস্থা রেখে আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ এরই জবাব দেবেন।
যদিও বিজেপি নেতৃত্ব এখনও এই মন্তব্যের উপর কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, প্রিয়াঙ্কার এই কটাক্ষ বিহারের রাজনৈতিক মহলে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দেবে।
Advertisement



