• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাগাল্যান্ডের গভর্নর ও আরএসএসের প্রবীণ নেতা লা গণেশন প্রয়াত

২০২২ সালের নভেম্বর মাসে চেন্নাইতে গণেশনের ভাইঝির বিয়েতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

আরএসএসের প্রবীণ নেতা ও নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন, যিনি ৮ আগস্ট বাড়িতে পড়ে গিয়ে আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন, শুক্রবার চেন্নাইতে মারা গেছেন।

তাঁর বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি অবিবাহিত ছিলেন। অল্প বয়স থেকেই সঙ্ঘের কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি তাঁকে নাগাল্যান্ডের গভর্নর হিসেবে নিয়োগ করেন।

Advertisement

জানা গিয়েছে, তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Advertisement

গণেশন ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঞ্জাভুরে জন্মগ্রহণ করেন। তিনি যুবক বয়সেই আরএসএসের প্রতি আকৃষ্ট ছিলেন। পিতার অকালমৃত্যুর পর তিনি তাঁর বড় ভাইয়ের কাছে বড় হন। তিনি সংগঠনের পূর্ণকালীন কর্মী ছিলেন এবং ধাপে ধাপে পদোন্নতি পেয়ে বিজেপির তামিলনাড়ু সাধারণ সম্পাদক, দলের জাতীয় সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হন।

গণেশন ২০০৯ ও ২০১৪ সালে চেন্নাই সাউথ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি। তবে পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। ২০২১ সালে তিনি মণিপুরের ১৭তম গভর্নর হিসেবে নিয়োগ পান, পরে তাঁকে নাগাল্যান্ডে পাঠানো হয়। মণিপুরের গভর্নর থাকা অবস্থায়, জগদীপ ধনখড় উপ–রাষ্ট্রপতি হওয়ার সময় তিনি পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বও সামলান।

আরএসএস–পটভূমি থাকা সত্ত্বেও, গণেশন প্রয়াত ডিএমকে নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এম. করুণানিধি এবং দ্রাবিড় রাজনীতির অন্যান্য নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে চেন্নাইতে গণেশনের ভাইঝির বিয়েতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Advertisement