উল্ল্যেখ্য, গত বছর আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলার সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল।
Advertisement
Advertisement
মুম্বাই, ১৫ আগস্ট — ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি । একবার- দুবার নয় তিন মিনিটে মোট আটটি প্রাণনাশের হুমকি ভরা ফোন আসে তাঁর কাছে। ফোনটি আসে সোমবার সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে । আম্বানি এবং তাঁর পরিবারের লোকজনকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা
উল্ল্যেখ্য, গত বছর আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলার সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল।
Advertisement
Advertisement
© 2025 - All rights reserved.