• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

ভোট মিটলে মুক্তি মোদির বায়োপিকের

লােকসভা নির্বাচনের ফলাফল  ঘােষণার পর মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির বায়ােপিক ‘ পি এম নরেন্দ্র মােদি'

ছবির পোস্টার (IMDb)

অবশেষে নির্বাচনী গেড়াে পেড়িয়ে মুক্তি পেতে চলেছে ‘ পি এম নরেন্দ্র মােদি’। মুক্তি পাওয়ার কথা ছিল গত ৫ এপ্রিল । কিন্তু বিরােধীরা আপত্তি তােলায় মুক্তির দিন পিছিয়ে হয় ১১ এপ্রিল । সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের আপত্তিতে আটকে যায় প্রধানমন্ত্রীর জীবনের ওপর নির্মিত ছবি। আদালতে মামলাকারীদের আবেদন ছিল ‘ পি এম নরেন্দ্র মােদি’ ট্রেলার দেখে বােঝা যাচ্ছে ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যেই তৈরি হয়েছে । তাই বিরােধীরা অভিযােগ তােলে ভােটের মুখে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে ছবির নির্মাতারা।এই কারণ দেখিয়ে ভােটের মুখে ছবি মুক্তি আটকে দেওয়া হয়।সুপ্রিম কোর্ট ও বােম্বে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের দিকে বল ঠেলে দেওয়া হয়। বিরােধীদের দাবিকে সমর্থন জানায় নির্বাচন কমিশন। কমিশন জানায় নির্বাচন চলাকালীন ছবিটির মুক্তি কোনওভাবেই সম্ভব নয়।সােশ্যাল মিডিয়া বা সিনেমা হলে ছবিটি দেখানাে যাবে না বলে সাফ জানিয়ে দেয় নির্বাচন কমিশন।কমিশনের নির্দেশ মেনেই আগামী ২৪ মে নির্বাচন আচরণ বিধি তুলে নেওয়ার পর সিনেমা মুক্তি পাবে।প্রযােজক সন্দীপ সিং জানিয়েছেন, “একজন দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমরা দেশের নিয়মকানুনকে সম্মান করি।’ অনেক আলাপ আলােচনা করে , মানুষের উত্তেজনা ও কৌতুহলের কথা মাথায় রেখে লােকসভা নির্বাচনের ফলাফল  ঘােষণার পর মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির বায়ােপিক ‘ পি এম নরেন্দ্র মােদি’ ।