পাসপোর্ট বিধিতে সংশোধন আনছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে নয়া বিধি অনুযায়ী পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। নতুন এই পাসপোর্ট বিধিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, ১ অক্টেবর, ২০২৩ তারিখ বা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে একমাত্র জন্মের শংসাপত্রই গ্রহণযোগ্য হবে। অর্থাত, সেক্ষেত্রে সেই আবেদনকারীকে প্রমাণ হিসেবে জন্মের শংসাপত্রই দিতে হবে। সেই শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে হবে।
নতুন নিয়মে জন্ম ও মৃত্যুর নিবন্ধ, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু নিবন্ধ আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষের দ্বারা জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহেই একটি সরকারি নোটিস জারি করা হয়েছিল। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।
অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসেবে বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে তাঁরা ড্রাইভিং লাইসেন্স, বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসেবে জমা দিতে পারেন।
পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়াকে সহজ করার জন্য বিদেশমন্ত্রক পাসপোর্ট নীতির ক্ষেত্রে পদক্ষেপ করছে বলে জানানো হয়েছে।এর ফলে পাসপোর্টের জন্য আবেদনকারী ভারতীয় নাগরিকরা উপকৃত হবেন বলে আশা করছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া স্বচ্ছ,সময়োপযোগী ও নির্ভরযোগ্য করে তুলতে পাসপোর্ট বিধিতে সংশোধন আনা হচ্ছে।