ধৃত মেহুল চোকসিকে ভারতে পাঠানাে হােক: এন্টিগুয়া 

ভারতের ‘ফেরার’ হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে নদীপথে পালাতে গিয়ে ডােমিনিয়ায় গ্রেপ্তার হয়েছেন। সেই দেশের পুলিশের হাতে বর্তমানে হেফাজতে রয়েছেন এই ব্যবসায়ী।

Written by SNS New Delhi | May 28, 2021 12:14 pm

মেহুল চোকসি (File Photo: IANS)

ভারতের ‘ফেরার’ হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে নদীপথে পালাতে গিয়ে ডােমিনিয়ায় গ্রেপ্তার হয়েছেন। সেই দেশের পুলিশের হাতে বর্তমানে হেফাজতে রয়েছেন এই ব্যবসায়ী। ডােমিনিয়ার প্রতিবেশী দেশ এন্টিগুয়ার প্রধানমন্ত্রী ওই দেশের কাছে আর্জি রেখেছেন যে, ধৃত ব্যবসায়ী কে তাদের দেশে না পাঠিয়ে সরাসরি ভারতে পাঠানাের আর্জি রেখেছে এন্টিগুয়ার প্রধানমন্ত্রী। 

কেননা ধৃত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি গত ২০১৭ সাল থেকে এই দেশের নাগরিকত্ব নিয়েছেন। তাই নাগরিক অধিকার নিয়ে নানান আইনী রক্ষাকবচ নিয়ে মামলা দীর্ঘায়িত হতে পারে। সেজন্য সরাসরি ভারতে পাঠানাের আর্জিটি ভারত বর্ষে ঋণখেলাপী হিসাবে প্রথম ৫০ জন শিল্পপতির মধ্যে রয়েছেন এই ধৃত।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কেলেংকারীতে যুক্ত। গীতাঞ্জলি জেমস থেকে ৫৪৯২ কোটি, গিলি ইন্ডিয়া থেকে ১৪৪৭ কোটি, নক্ষত্র ডায়মন্ডস থেকে ১১০৯ কোটি এবং উইনমাস ডায়মন্ডস থেকে ৪০৭৬ কোটি টাকার ঋণ খেলাপি করেছেন এই হিরে ব্যবসায়ী।