মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চাইবাসা এলাকার সৌটা জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে এক শীর্ষস্থানীয় মাওবাদী নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। বুধবার দুপুরে এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোরে যৌথ অভিযান চালায় ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ। খবর ছিল, সৌটা জঙ্গলে আশ্রয় নিয়েছে একদল মাওবাদী। এলাকাটি ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় আত্মরক্ষার জন্য নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।
Advertisement
পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক মাওবাদী নেতার। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পরে এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মাওবাদী নেতা পরিচিত ছিল দলের কৌশলগত কার্যকলাপে সক্রিয় ভূমিকার জন্য। যদিও তার সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। এখনও ওই অঞ্চলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
উল্লেখ্য, দেশজুড়ে মাওবাদী দমনে কেন্দ্র সরকার ব্যাপক পদক্ষেপ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল করার লক্ষ্যে কাজ করছে সরকার। সেই অনুযায়ী ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার সীমান্তবর্তী অঞ্চলে চালানো হচ্ছে ধারাবাহিক অভিযান।
প্রসঙ্গত, এপ্রিল মাস থেকে কারেগুট্টা পাহাড়ি অঞ্চলে চলা অভিযানে এখনও পর্যন্ত খতম করা হয়েছে ৩১ জনেরও বেশি মাওবাদীকে। এই অভিযানে অংশ নিচ্ছে প্রায় ২০ হাজারের বেশি আধাসেনা। সম্প্রতি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর এবং সাধারণ সম্পাদক বাসবরাজুকেও খতম করেছে নিরাপত্তা বাহিনী। বাসবরাজুর মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।
Advertisement



