• facebook
  • twitter
Friday, 19 December, 2025

যমজ কন্যার মা হলেন আয়রন লেডি শর্মিলা

রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বছর দুয়েক আগেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘ আয়রন লেডি ’ ইরম শর্মিলা চানু।এবার মাতৃত্বের আস্বাদও নিলেন তিনি।

শর্মিলা (ছবি ফেসবুক)

রাজনীতি থেকে দূরে সরে গিয়ে বছর দুয়েক আগেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘ আয়রন লেডি ’ ইরম শর্মিলা চানু।এবার মাতৃত্বের আস্বাদও নিলেন তিনি।রবিবার বিশ্ব মাতৃত্ব দিবসেই তিনি মা হলেন।যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চানু।

ষষ্ঠ দফার ভােট নিয়ে রবিবার সকালে যখন উত্তপ্ত হতে শুরু করে সারা দেশ , তখনই বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন শর্মিলা চানু।হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন,রবিবার সকাল ৯টা ২১ মিনিট নাগাদ এক মিনিটের ব্যবধানে  ডেসমন্ড – শর্মিলার যমজ কন্যা ভূমিষ্ঠ হয়েছে।মা ও দুই শিশু সুস্থই রয়েছে।ভূমিষ্ঠ হওয়ার পরই দুই কন্যার নামও স্থির হয়ে গিয়েছে।ডেসমন্ড-শর্মিলার কন্যাদ্বয়ের নাম হল নিক্স সখী এবং অটম তারা।খুব শীঘ্রই তাদের ছবি প্রকাশ করা হবে শর্মিলা জানিয়েছেন।বিশ্ব মাতৃত্ব দিবসেই মাতৃত্বের আস্বাদ পেয়ে অভিভূত ৪৬ বছরের আয়রন লেডি।তবে এদিন সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি নেহাতই কাকতালীয় বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত,মণিপুরের বাসিন্দা ইরম শর্মিলা চানু উত্তর-পূর্বের বাসিন্দাদের ন্যায় দিতে আফস্পা প্রত্যাহারের দাবিতে দীর্ঘ আন্দোলন করেছিলেন।টানা ১৬ বছর অনশন করেছিলেন।২০১৬ সালে তিনি অনশন প্রত্যাহার করেন।তারপর ২০১৭ সালে দীর্ঘদিনের ব্রিটিশ বন্ধু ডেসমন্ড কুটিনহাের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শর্মিলা।

Advertisement

Advertisement