মণিপুরে ৪.৯ রিখটার স্কেল মাত্রায় ভূমিকম্প

সকাল সাড়ে দশটায় ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে।ভূকম্পনের মাত্রা ৪,৯ রিখটার স্কেল।এনসিএ’র তরফে জানানাে হয়, উত্তরপূর্বের রাজ্য মণিপুরে আজ সকালে ভূমিকম্প হয়।

Written by SNS Imphal | July 27, 2021 4:37 pm

প্রতীকী ছবি (Photo: IANS)

কেঁপে উঠল মণিপুর । সকাল সাড়ে দশটার সময়ে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের মাত্রা ৪,৯ রিখটার স্কেল। এনসিএ’র তরফে জানানাে হয়েছে, উত্তরপূর্বের রাজ্য মণিপুরে আজ সকালে ভূমিকম্প হয়।

উখরুল জেলার উখরুল শহর থেকে ৩৯ কিলােমিটার দুরে মাটির ৫০ কিলােমিটার নীচে ভূকম্পনের উৎপত্তিস্থল। পশ্চিম ইম্ফলের নাগাম পলের বাসিন্দা জানিয়েছেন, এলাকায় বেশ ভালাে কম্পন অনুভূত হয়েছে।

সকলে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। এছাড়াও জিরিম, সেনাপতি, তাম এংলং ও উখরুলেও কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।