মণিপুরে ধসে মৃত দার্জিলিঙের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মণিপুরের ধসে মৃতদের মধ্যে দার্জিলিং হিলসের নয় জওয়ান রয়েছেন জেনে আমি স্তম্ভিত।

Written by SNS Kolkata | July 3, 2022 1:30 am

Manipur landslide : 19 bodies found, over 50 missing, rescue operations on.

মণিপুরের ননে জেলায় ধসে মৃত ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের ন’জনের বাড়ি দার্জিলিঙে।

টুইটারে এই নিয়ে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মণিপুরের ধসে মৃতদের মধ্যে দার্জিলিং হিলসের নয় জওয়ান রয়েছেন জেনে আমি স্তম্ভিত।

তাঁদের মৃত্যুতে শোকাহত। ওঁদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের পাশে রয়েছি।’

বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল সেনা ছাওনিতে ধস নামে।

ছাওনির সকলে তখন ঘুমাচ্ছিলেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত সাত সেনা-সহ ৫৫ জনের খোঁজ মেলেনি বলে খবর।

১৮ মাসের এক শিশুও নিখোঁজ। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনা, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।