দিল্লি- পাঁচের নীচে বয়স এমন শহুরে প্রতি চারজনের একজন ভুগছে ক্রনিক অপুষ্টিতে সম্প্রতি দেশের ১০টি জনবহুল শহরে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট মিলেছে। বাকি শহরগুলিকে টেক্কা দিয়ে তালিকার শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি।
বেসরকারী স্বরচ্ছাসেবী সংস্থা নান্দি ফাউন্ডেশানের সমীক্ষা জানিয়েছেন, অভুক্তি ও পুষ্টিতে ভোগা শিশুর শতকরা হার সবচেয়ে বেশি দিল্লিতে। ১১.৭ শতাংশ শিশু অপুষ্টির শিকার। অপুষ্টির সঙ্গেই শিশুদের ‘ওভারওয়েট’ নিয়েও একটি সমীক্ষা চালান হয়।
দেখা গিয়েছে, ১০টি শহর মিলিয়ে ২.৪ শতাংশ শিশু ‘ওভারওয়েট বা ওবেসিটির শীকার। ওভারওয়েট শিশুর শতকরা হার সবচেয়ে বেশি চেন্নাইয়ে। সেখানে ৩.৭ শতাংশ শিশু ওবেস। সবচেয়ে কম ওবেস শিশু রয়েছে হায়দরাবাদে।
দিল্লি ছাড়াও মুম্বই, বাঙ্গালোর, হায়দরাবাদ, আমেদাবাদ, চেন্নাই, কলকাতা, সুরাট, পুনে ও জয়পর সমীক্ষার অন্তর্গত ছিল। ভারতের মোট জনসংখ্যার ৫.৩ শতাংশ মানুষ থাকে এই ১০টি শহরে।
রিপোর্টে বলা হয়েছে, ১০টি শহরে মোট ২২ শতাংশ শিশুর শারীরিক বিকাশ ঠিকঠাক হয়নি। ২১.৪ শতাংশ শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম।