• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

আইপিএল ক্রিকেটে মিনি নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন

২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনে নিল তারা। অবশ্য তিনি এই টাকার পুরোটা পাবেন না। তাঁর হাতে পৌঁছবে ১৩ কোটি টাকা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেটে মিনি নিলামে টাকা উড়েছে প্রচুর। এই নিলামে এমন কিছু খেলোয়াড় রয়েছেন, যাঁদের ভাবনার বাইরে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। তার প্রথম উদাহরণ ক্যামেরন গ্রিন। কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তাঁকে এবারে দলে নেওয়া হবে। সেই কারণেই ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনে নিল তারা। অবশ্য তিনি এই টাকার পুরোটা পাবেন না। তাঁর হাতে পৌঁছবে ১৩ কোটি টাকা। কিন্তু তাঁর প্রাপ্য টাকা থেকে ১২ কোটি ২০ লক্ষ টাকা বাদ যাবে?

কিন্তু অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের টাকা না পাওয়ার পিছনে কারণটা কী? এর নেপথ্যে রয়েছে বোর্ডের একটা নিয়ম। বোর্ডের মিনি নিলামের জন্য একটা বিশেষ নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনও বিদেশির দর যতই উঠুক না কেন, তিনি কখনওই ১৮ কোটি টাকার বেশি পাবেন না। নিয়মানুসারে মিনি নিলামে কোনও বিদেশি ক্রিকেটারের টাকার অঙ্কটা ১৮ কোটি টাকার বেশি হবে না। তার পিছনে আরেকটি কারণ আছে। সব দলের ক্ষেত্রে ১৮ কোটি টাকার অঙ্কটা খাটবে না। প্রত্যেক দল যে টাকায় তাদের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারকে রেখেছে, তার বেশি টাকা বা দাম সেই দলের কোনও বিদেশি ক্রিকেটার পাবে না। তাই কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটার হলেন রিঙ্কু সিং। তাঁকে কেনা হয়েছে ১৩ কোটি টাকা দিয়ে। সেক্ষেত্রে এই ১৮ কোটি টাকার নিয়মটা গ্রাহ্য হবে না। যেহেতু ১৩ কোটি টাকা যখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি, সেক্ষেত্রে ওই ১২ কোটি ২০ লক্ষ টাকা কেউই পাবেন না। তবে এই অঙ্কটা ক্রিকেটারদের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

Advertisement

অন্যদিকে, কলকাতার কাছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ও সৌরভ গাঙ্গুলির দিল্লি পিছনে পড়ে গেছে। ক্যামেরনের পর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাতিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে ছিনিয়ে নিলেন কেকেআরের বেঙ্কি মাইসোর, অভিষেক নায়াররা। পাতিরানাকে নিয়ে লড়াই ছিল লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে ১৬ কোটি টাকা দাম ওঠার পরে সৌরভ গাঙ্গুলি আর দাবি করেননি। শেষ পর্যন্ত গোয়েঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়ে কেকেআর ১৮ কোটি দামে কিনে নিতে চায়। শেষ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি পাতিরানাকে নিয়ে আর দাম চড়াননি। গ্রিনের পরে পাতিরানাকে পাওয়ার পরে স্বাভাবিকভাবে কলকাতা দলে বোলিং বিভাগ বেশ শক্তিশালী হয়ে গেল। এখানে উল্লেখ করা যেতে পারে, পাতিরানা কয়েক বছর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির কাছে তিনি অত্যন্ত পছন্দের খেলোয়াড় ছিলেন।

Advertisement

অন্যদিকে, আইপিএলে মিনি নিলামের জন্য রাজস্থান রয়্যালসে গেলেন মুম্বইয়ের বিগ্নেশ পুথুর ৩০ লক্ষ টাকায়। কলকাতায় এসেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার প্রশান্ত সোলাঙ্কি ৩০ লক্ষ টাকায়। কর্ণাটকের ক্রিকেটার যশ রাজ পুঞ্জা রাজস্থান রয়্যালসে গেলেন ৩০ লক্ষ টাকার বিনিময়ে। সুশান্ত মিশ্র রাজস্থান রয়্যালসে গেলেন ৯০ লক্ষ টাকায়। নমন তিওয়ারিকে নিয়ে প্রথমে বিড করে দিল্লি। সেই বিডে যোগ দেয় রাজস্থান ও লখনউ। শেষ পর্যন্ত ১ কোটি টাকায় তাঁকে কিনে নিল লখনউ। ৩০ লক্ষ টাকায় কার্তিক ত্যাগী কলকাতায় এসেছেন। তেজস্বী সিং কলকাতায় এসেছে ৩ কোটি টাকায়। অশোক শর্মা গুজরাতে গেলেন ৯০ লক্ষ টাকায়। মুকুল চৌধরিকে লখনউ দল ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে। অবিক্রীত তালিকায় রয়েছেন বিজয় শঙ্কর, তনুশ কোটিয়ান, ইডেন টম, তুষার রাহেজা, আকাশ মাধোয়াল ও রাজ লিম্বানী।

Advertisement