পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে মুম্বই থেকে এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত রবি মুরলীধর ভার্মা একটি নামী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে থানে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। তাঁর দুই সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। গত চার-পাঁচ মাসে পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে একাধিক তথ্য পাচার করেছেন অভিযুক্ত। সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে দেশের একাধিক তথ্য পাচার করতেন তিনি। মুম্বই পুলিশ ও থানে পুলিশের যৌথ অভিযানে রবিকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ধৃত ব্যক্তি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয় রাজস্থানের এক সরকারি কর্মীকে। অভিযুক্তের নাম সাকুর খান মাঙ্গালিয়া। একটি সরকারি বিভাগের জয়সলমেরের দপ্তর থেকে সাকুরকে ধরেন গোয়েন্দারা। এর আগে সাকুর কংগ্রেস সরকারের প্রাক্তন মন্ত্রী শালে মোহাম্মদের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করতেন। অপারেশন সিঁদুর অভিযানের সময় সাকুর জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় অতীতে বেশ কয়েক বার পাকিস্তান ভ্রমণের কথাও স্বীকার করেছেন সাকুর। সাকুরের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক রেকর্ডও পরীক্ষা করছে গোয়েন্দা সংস্থাগুলি।
Advertisement
জম্মু-কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল জঙ্গি হামলার পর দেশজুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘দেশদ্রোহী’ ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তাঁর আলাপ। দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে গুপ্তচরবৃত্তির আড়ালে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি।
Advertisement
Advertisement



