ঐতিহাসিক যুদ্ধ জাহাজ আইএনএস ভিরাট’কে সংরক্ষণ করতে চেয়ে প্রতিরক্ষামন্ত্রককে লিখিত আবেদন করল মহারাষ্ট্র প্রশাসন। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, আইএনএস ভিরাটকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে পারলে মহা-প্রশাসন আনন্দিত হবে।
তিনি বলেন, ‘আমি খবরটা পড়ে সাংঘাতিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি– দেশের ঐতিহাসিক এয়ার ক্র্যাফট কেরিয়ার আইএনএস ভিরাটের অংশবিশেষ গুজরাতের আলংয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রককে চিঠি লিখে আইএনএস ভিরাটকে সংরক্ষণ করার অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি নাে-অবজেকশন সার্টিফিকেটও চাওয়া হয়েছে।’ আলংয়ে সমুদ্রে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আইএনএস ভিরাটকে ভাঙাই করা হবে।
Advertisement
এদিকে, বেসরকারি সংস্থা এনভিটেক যুদ্ধজাহাজ আইএনএস ভিরাটকে সংরক্ষণ করে গােয়ার সমুদ্র উপকূলে সংগ্রহশালা নির্মাণ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সংস্থার তরফে জানানাে হয়েছে, প্রতিরক্ষামন্ত্রকের থেকে এখনও কোনও নাে-অবজেকশন সার্টিফিকেট আসেনি, কিন্তু শ্রী রাম শিপ-ব্রেকার জাহাজটি টেনে নিয়ে যাচ্ছে। আলংয়ের শ্রী রাম শিপ-ব্রেকারের কাছে ৩৫.৮ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



