সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার প্রস্তাব জানায় কংগ্রেস-তৃণমূল-সহ বিরোধীরা। তা ঘিরে শুরু হয় হই-হট্টগোল। সংসদে অশান্তির জেরে প্রথম দিনই মুলতুবি হয়ে যায় শীতকালীন অধিবেশন।
রবিবার সর্বদল বৈঠকে হয়। সেখানে এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল। তখনই মনে করা হয়েছিল এবারের শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে উত্তাল হতে চলেছে। সেই আশঙ্কাকে বাস্তবায়িত করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা।
Advertisement
কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী সাংসদরা সোমবার অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করার দাবি জানান। প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করে এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। পাল্টা প্রতিবাদ আসে শাসক দলের সাংসদদের বেঞ্চ থেকে। স্পিকার ওম বিড়লা এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি আছেন বলে জানান। তবে প্রশ্নোত্তর পর্ব মুলতুবির দাবি মানতে রাজি না হওয়ায় শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। শেষ পর্যন্ত স্পিকারের নির্দেশে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন।
Advertisement
সোমবার, ১ ডিসেম্বর শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। ১৯ ডিসেম্বর, শুক্রবার পর্যন্ত চলবে এই অধিবেশন। এবার মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। অধিবেশনের দিন কমায় সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।
সোমবার অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তোপ দাগেন। সংসদে নাটক না করে বিরোধীদের কাজ করার পরামর্শ দেন তিনি। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ‘এসআইআর-এর জন্য ৪০ জনের প্রাণ হারিয়েছে। তা নিয়ে প্রশ্ন করা হলেই, নাটক বলে মনে হয়? কমিশনের এত তাড়া কীসের? কেন্দ্র কেন জবাব দেবে না? মানুষের মৃত্যুকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি। আসলে সবাই বুঝতে পারছে কে নাটক করছে।‘ বলে নিশানা করেন অভিষেক।
মোদীকে ‘সব থেকে বড় ড্রামাবাজ’ বলে তোপ দেগেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ‘দূষণ কিংবা এসআইআর-এর মতো জরুরি বিষয় নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। বিষয়গুলি তোলা নাটক নয়।‘ বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এরপরেই এসআইআর নিয়ে সংসদের অন্দরে আলোচনার পরিসর সংকুচিত করার অভিযোগ উঠে। অধিবেশন শুরু হওয়ার ২০ মিনিটের মাথাতেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
Advertisement



