প্রথমবার বামশাসিত কেরলে কুম্ভমেলার আয়োজন। দক্ষিণ ভারতের এক প্রথম সারির সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ২০২৬-এর ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মালাপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দির সংলগ্ন ভরতপুঝা নদীর তীরে এই মেলা অনুষ্ঠিত হবে।
এই কুম্ভমেলার দায়িত্বে থাকছে দেশের অন্যতম ধর্মীয় সংগঠন জুনা আখড়া। সংগঠনের তরফে জানানো হয়েছে, কেরলের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই কুম্ভমেলার আয়োজন করা হচ্ছে। সংগঠনের তরফে স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, ‘কেরলবাসীর ধর্মীয় আবেগকে আমরা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চাই।’
স্বামী আনন্দবনম ভারতী একসময় এসএফআই-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তিনিই কেরলের বাম সরকারকে এই অনুষ্ঠানের আয়োজন করার পরামর্শ দেন। বিশেষ করে সম্প্রতি পিনারাই বিজয়নের সরকার ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে। মনে করা হচ্ছে, শবরীমালা মন্দিরে আয়াপ্পান মহাসম্মেলনের পর আবার কুম্ভমেলার আয়োজন সেই ধারাবাহিকতারই প্রমাণ দেয়।
জানা গিয়েছে, কেরলের মালাপ্পুরমে তিরুনাভায়া নব মুকুন্দ মন্দির সংলগ্ন ভরতপুঝা নদীর তীরে ঐতিহ্যপূর্ণ মামানাকাম উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয়। কুম্ভের মতো এই মেলাও ১২ বছর অন্তর অন্তর হয়। এবার তাকেই কুম্ভমেলার রূপ দেওয়া হচ্ছে। আয়োজন থাকছে পুণ্যস্নানেরও। উল্লেখযোগ্য হল, উত্তর ভারতের এলাহাবাদ, হরিদ্বার, উজ্জ্বয়িনীর পর এবার কুম্ভমেলার ঐতিহ্য দক্ষিণেও সম্প্রসারিত করতে চলেছে বামশাসিত কেরল।
Advertisement