• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বঙ্গের দেখানাে পথে হাঁটল কেরল

সিবিআই চাইলেই আর কেরলে গিয়ে হঠাৎ করে কোনাে ঘটনা তদন্ত কতে পারবেন না। এর জন্য অনুমতি নিতে হবে কেরল সরকারের।সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে।

সিবিআই-র সদর দপ্তর। (File Photo: IANS)

এবার থেকে সিবিআই চাইলেই আর কেরলে গিয়ে হঠাৎ করে কোনাে ঘটনা তদন্ত কতে পারবেন না। এর জন্য অনুমতি নিতে হবে কেরল সরকারের।

বুধবারই সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেয় কেরালার বাম সরকার। মূলত সােনা পাচার কাণ্ডের পর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, কেরলে সােনা পাচার কান্ডের তদন্ত করছে সিবিআই। তদন্তে নাম উঠে এসেছে কেরলের একাধিক নেতা- মন্ত্রীর। যার দরুন বর্তমানে বিপাকে পড়েছে পিনারাই বিজয়ন সরকার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই কারণেই সিবিআই তদন্তের ক্ষেত্রে জেনারেল কনসেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এবার থেকে কেরলে কোন রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে চাইলে তাকে আগে রাজ্যের থেকে অনুমতি নিতে হবে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, অন্ধ প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে এই নিয়ম বলবৎ ছিল।

Advertisement