• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে ক্ষুব্ধ ওমর

খারাপ আবহাওয়া বা রানওয়ের যানজট এই ডাইভারশনের কারণ হয়ে থাকতে পারে। ঠিক কোন কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

জম্মু থেকে দিল্লির উদ্দেশে বিমানে রওনা হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। যেখানে বিমানে জম্মু থেকে দিল্লি যেতে সময় লাগে দেড় ঘণ্টা, সেখানে আকাশে তিন ঘণ্টা ধরে ঘুরেও গন্তব্যে পৌঁছয়নি সেই উড়ান। বিমানটি দিল্লি পৌঁছয় রবিবার ভোররাত ৩টে নাগাদ। এই ঘটনায় ক্ষুব্ধ ওমন এজন্য দিল্লি বিমানবন্দরের ‘বিশৃঙ্খলা’কেই দায়ী করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিল্লি বিমানবন্দরে চরম অব্যবস্থা (মাফ করবেন, আমি আর ভদ্রতা দেখাতে পারছি না)। জম্মু থেকে ওড়ার পরে তিন ঘণ্টা আকাশে। শেষে পথ বদল করে জয়পুরে নামে বিমান। রাত ১টার সময় আমি একটু খোলা হাওয়া নিতে বিমান থেকে নামলাম। জানি না কখন দিল্লি পৌঁছব।’শেষ পর্যন্ত ওমরের বিমান দিল্লিতে পৌঁছয় ভোররাত ৩টে নাগাদ।

অব্যবস্থার অভিযোগে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু থেকে দিল্লিগামী তাঁর বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।গভীর রাত পর্যন্ত তাঁকে আটকে থাকতে হয় জয়পুরে। রাত ১টা নাগাদ একটি সেলফি সমাজ মাধ্যমে শেয়ার করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।সেখানে এই চরম অব্যবস্থার কথা জানিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। জয়পুরে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে তোলা সেলফির ক্যাপশনে ওমর লিথেছেন, ‘দিল্লি বিমানবন্দর একটি শিট শো। জম্মু থেকে ওড়ার তিন ঘণ্টা পর আমরা জয়পুরের দিকে যাত্রা শুরু করলাম। এখন রাত ১টায় আমি প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। এখান থেকে কখন এই বিমান ছাড়তে পারে, তা জানি না।’

Advertisement

ওমর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিল্লি বিমানবন্দরের পরিষেবা অত্যন্ত জঘন্য। (আমার ব্যবহার করা ভাষার জন্য মার্জনা করবেন, কারণ এখন আমি ভদ্রতা দেখানোর মতো অবস্থায় নেই)। জম্মু থেকে বিমান ওড়ার পর তিন ঘণ্টা মাঝ আকাশেই আটকে ছিলাম। এরপর বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় জয়পুরে।’ সেই পোস্টের সঙ্গেই সেলফি শেয়ার করেন ওমর। এর তিন ঘণ্টা পর ওমর আবদুল্লাহ আরও একটি পোস্ট করে জানান, ভোর ৩টের সময় তাঁর বিমান দিল্লি বিমানবন্দরে পৌঁছেছে।

Advertisement

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। অনেকেই বিমানবন্দরের ব্যবস্থা নিয়ে প্রশ্নও তুলেছেন। নিজেদের খারাপ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অনেকে। তাঁরাও ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লি বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে। এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থাকেও নিশানা করেন অনেকেই।

গত কিছু দিন ধরেই দিল্লি বিমানবন্দরে সমস্যা দেখা যাচ্ছে। অনেক উড়ান বাতিল হচ্ছে, কখনও আবার গন্তব্য বদল হচ্ছে। ফলে যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ।বলা বাহুল্য, ওমর আবদুল্লার মতো বিশিষ্ট রাজনৈতিক নেতাও যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দিল্লি বিমানবন্দরের বর্তমান ব্যবস্থা নিয়ে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খোলেনি দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। গতিপথ পরিবর্তন নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতিও উড়ান সংস্থার তরফে দেওয়া হয়নি। যদিও সূত্রের খবর, খারাপ আবহাওয়া বা রানওয়ের যানজট এই ডাইভারশনের কারণ হয়ে থাকতে পারে। ঠিক কোন কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement