• facebook
  • twitter
Monday, 7 October, 2024

বিশ্বে সব থেকে বেশি সোনার অধিকারী ভারতীয় মহিলারাই 

গয়না আতঙ্ক ধরিয়ে মহিলা ভোট ব্যাঙ্কে নজর মোদির দিল্লি, ২৪ এপ্রিল– বলা হয় মহিলারা নাকি এই হলুদ ধাতুটির প্রতি একটু বেশিই আকৃষ্ট৷ কারণে-অকারণে সোনা নামক মূল্যবান ধাতুটি সে গয়নার আকারেই গচ্ছিত রাখা তাদের একপ্রকার জন্মসিদ্ধ অধিকার৷ বিয়ের সূত্রেই নারীরা সোনা পেয়ে থাকেন৷ তাদের হাতে থাকা সোনার ৮০ ভাগই অলঙ্কার৷ তবে ভারতীয় মহিলারা নাকি এই বিষয়ে একটু বেশিই

গয়না আতঙ্ক ধরিয়ে মহিলা ভোট ব্যাঙ্কে নজর মোদির
দিল্লি, ২৪ এপ্রিল– বলা হয় মহিলারা নাকি এই হলুদ ধাতুটির প্রতি একটু বেশিই আকৃষ্ট৷ কারণে-অকারণে সোনা নামক মূল্যবান ধাতুটি সে গয়নার আকারেই গচ্ছিত রাখা তাদের একপ্রকার জন্মসিদ্ধ অধিকার৷ বিয়ের সূত্রেই নারীরা সোনা পেয়ে থাকেন৷ তাদের হাতে থাকা সোনার ৮০ ভাগই অলঙ্কার৷ তবে ভারতীয় মহিলারা নাকি এই বিষয়ে একটু বেশিই আসক্ত৷ এবার যদি প্রশ্ন করা হয় তাহলে ভারতীয় মহিলাদের কাছে গচ্ছিত সোনার পরিমান কত? উত্তরটা শুনলে ভিমরী খেতে পারেন৷ কারণ যে হিসেব জানা গেল তা শুধু ভারত নয় গোটা বিশ্বে সর্ববৃহৎ৷
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব বলছে, এর পরিমাণ প্রায় ২১ হাজার টন৷ বর্তমান বাজার মূল্যে এই পরিমাণ সোনার দাম হল, একশো লক্ষ কোটি টাকা৷ পরিমান শুনে এখনই ভিমরী খাবেন না৷ আরে এরপরের তথ্যগুলি জানুন৷ কাউন্সিল আরও জানাচ্ছে, ভারতীয় মহিলাদের সোনার পরিমাণ বিশ্বের পাঁচটি প্রথম সারির ব্যাঙ্কে গচ্ছিত সোনার থেকে বেশি৷ আরও গুরুত্বপূর্ণ তথ্য হল, বিশ্বে ভারতীয় মহিলাদের কাছেই সবচেয়ে বেশি সোনা আছে৷ এমনিতে বাজারে সোনার দাম এখন ঊর্ধ্বমুখী৷ তার ভোটের সময় অলঙ্কার তৈরি করানো, কেনা-বেচায় ভাটা পডে় নির্বাচন কমিশনের কড়াকডি়র কারণে৷ ভোটের বাজারে বেআইনি সোনা বিক্রির টাকা প্রচারে ব্যয় করা হয় বলে কমিশনের দাবি৷
এমন সময় ভারতীয় নারীদের কাছে থাকা সোনার পরিমাণ হঠাৎ খবরে, তারও এক যুক্তি আছে৷ এর পেছনে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গলসূত্র তত্ত্ব৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, প্রধানমন্ত্রীর হিন্দু নারীর ‘মঙ্গল-সূত্র’ নিয়ে উদ্বেগ প্রকাশের পিছনে মহিলাদের কাছে থাকা সোনার পরিমাণের সম্পর্ক আছে৷ প্রধানমন্ত্রী গত চারদিন ধরে কংগ্রেসের ইস্তাহারকে নিশানা করে বলছেন হাত চিহ্নের পার্টি ক্ষমতায় এলে তারা দেশের সম্পদ নিয়ে সমীক্ষা করাবে৷ তারপর সেই সম্পদ সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের মধ্যে বিলি করে দেবে৷ এমনকী হিন্দু মহিলাদের মঙ্গল সূত্রও নিরাপদ নয়৷ আর সম্পদের মধ্যে মহিলাদের কাছে অন্যতম হল সোনা৷ তাহলে কি প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন সেই সোনাও নিরাপদ নয়?
তবে ওয়াকিবহাল মহলের ধারনা বলছে আসলে প্রধানমন্ত্রী মঙ্গলসূত্র নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় মহিলা ভোট ব্যাঙ্কে কব্জা করতে চেয়েছেন৷ সোনা নিয়ে মহিলাদের মনে দুশ্চিন্তা ধরিয়ে পরোক্ষে হিন্দু মহিলা ভোটারদের নিজের পালে আনার চেষ্টায় নেমেছেন নমো৷ কংগ্রেস সম্পত্তি নিয়ে সমীক্ষা চালিয়ে তা পুনর্বণ্টন করবে বলে প্রধানমন্ত্রী হিন্দু ভোটারদের মনে আতঙ্ক তৈরি করতে চাইছেন,  অভিযোগ বিরোধী দলগুলির৷ এখন প্রশ্ন উঠতে পারে ভারতে কি শুধু হিন্দু মহিলারাই সোন পরেন মুসলিম মহিলাদের কাছে সোনা কি বর্জিত৷ আসলে তা নয়৷ মুসলিম নারীদের কাছে কত সোনা আছে সেই পৃথক হিসাব মেলেনি৷
তবে সোনার প্রসঙ্গ যখন এল তখন মন্দিরগুলিই বা বাদ যায় কেন? ভারতের একাধিক মন্দির তো সোনার খনি৷ সব থেকে বেশি সোনা রয়েছে কেরলের পদ্মনাভ স্বামী মন্দিরে, ১৩০০ টন৷ তিরুপতি মন্দিরে আছে আড়াই শো থেকে তিনশো টন সোনা৷