• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মদ খেয়ে মন্ত্রীর সঙ্গে মঞ্চে সরকারি আধিকারিক

মদ খেয়ে মন্ত্রীর সঙ্গে একই মঞ্চে সরকারি আধিকারিক। মদ নিষিদ্ধ বিহারের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

মদ খেয়ে মন্ত্রীর সঙ্গে একই মঞ্চে সরকারি আধিকারিক। মদ নিষিদ্ধ বিহারের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। যদিও অভিযুক্ত দাবি করেন, তিনি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন, সেই কারণে তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সুপল জেলায় জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষ্যে একটি সরকারি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহারের মন্ত্রী নীরজকুমার সিংহ। পাশাপাশি জেলাশাসক শাওন কুমারও উপস্থিত ছিলেন। সেখানেই মদ্যপ অবস্থায় হাজির হন অভিযুক্ত জেলা মৎস্য আধিকারিক শম্ভু কুমার। তাঁর উপর অনুষ্ঠানের অনেক দায়িত্ব ছিল।

Advertisement

জানা গিয়েছে, চাষি এবং মৎস্যজীবীদের হাতে উপহার তুলে দেওয়ার সময় শম্ভুর বিরুদ্ধে জেলাশাসকের কাছে অনেকে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে জেলাশাসক নিজে শম্ভুর কাছে হাজির হন। সেই সময় অদ্ভুত ব্যবহার করতে শুরু করেন শম্ভু। তাঁর মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল বলে সূত্রের খবর। এরপর জেলাশাসক আরও কয়েকজন সরকারি আধিকারিককে সেখানে ডাকেন। পরে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

আবগারি দপ্তরের ইনস্পেক্টর অশোক কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক তাঁকে একটি রিপোর্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, এক সরকারি আধিকারিক মদ্যপ অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ব্রিথ অ্যানালাইজ়ার এবং আরও কিছু সরঞ্জাম নিয়ে সার্কিট হাউসে আসে পুলিশ। পরীক্ষায় প্রমাণিত যে, ওই অফিসার মত্ত অবস্থায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবারই সুপলে ওই আধিকারিকের কর্মজীবনের শেষ দিন ছিল। শুক্রবার অন্য এক জেলায় তাঁর পোস্টিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গ্রেপ্তার হলেন তিনি।

Advertisement