পাঠ্যবইয়ে আমূল পরিবর্তন করেই চলেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হল মোগল এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য। পরিবর্তে ভারতীয় রাজবংশ বিষয়ক অধ্যায়, পবিত্র ভূগোল ও চলতি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ-সহ মেক ইন ইন্ডিয়া এবং ‘বেটি বাঁচাও, বেটি পঢ়াও’-এর মতো সরকারি উদ্যোগগুলি নতুন সংযোজন করা হয়েছে। এই সপ্তাহে প্রকাশিত নতুন পাঠ্যপুস্তকগুলি নতুন জাতীয় শিক্ষানীতি (এনইপি) এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো (এনসিএফএসই) ২০২৩-এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তৈরী করা হয়েছে। তাতে স্কুলশিক্ষায় ভারতীয় ঐতিহ্য, দর্শন, জ্ঞানব্যবস্থা এবং স্থানীয় প্রেক্ষাপটকে অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।
যদিও এনসিইআরটি এর আগে মোগল এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের উপর কিছু অংশ ছাঁটাই করেছিল, যার মধ্যে ছিল তুঘলক, খিলজি, মামলুক এবং লোদীদের মতো রাজবংশের বিস্তারিত বিবরণ। বইটিতে এখন যে নতুন অধ্যায় রয়েছে, সেখানে মোগল এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোনও উল্লেখ নেই। ২০২২-২৩ সালে করোনা অতিমারির সময় তারা পাঠ্যক্রমকে যুক্তিসঙ্গত করে তোলার জন্য মোগল সম্রাটদের কৃতিত্বের উপর দুই পৃষ্ঠার একটি টেবল ছিল, নতুন পাঠ্যপুস্তক থেকে সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
পাঠ্যপুস্তকে দাবি করা হয়েছে যে, বর্ণ-জাতি ব্যবস্থা প্রথমে সামাজিকভাবে স্থিতিশীল থাকলেও, পরে তা অনমনীয় রূপ নেয়, বিশেষ করে ব্রিটিশ শাসনকালে, যার ফলে বৈষম্য দেখা দেয়। এই বছরের শুরুতে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলারও উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে, কীভাবে প্রায় ৬৬ কোটি মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন।
এরপর পাঁচের পৃষ্ঠায়
Advertisement
Advertisement



