কলম্বো, ১ জুন – আহমেদাবাদ বিমানবন্দরে ৪ আইএস জঙ্গি গ্রেফতার হয়েছিল। এবার গ্রেফতার হল এই চার জঙ্গির মূল মাথা। শ্রীলঙ্কার মাটিতে গ্রেফতার করা হয়েছে ৪ আইএস জঙ্গির ‘হ্যান্ডেলার’ ওসমান পুস্পারাজ গেরাডকে । এই তথ্য প্রকাশ্যে এনেছে শ্রীলঙ্কা পুলিশের গোয়েন্দা বিভাগ।
গত ২০ মে গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ৪ আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছিল গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড । তদন্তে পুলিশ জানতে পারে দেশে বড় কোনও জঙ্গি হামলা চালানোর ছক কষছিল এই ৪ জঙ্গি। সেই লক্ষ্যেই শ্রীলঙ্কা থেকে চেন্নাই হয়ে আহমেদাবাদে আসে তারা। এমনকী তদন্তকারীরা আরও জানতে পারেন, এদের একজন হ্যান্ডেলার রয়েছে, যার নির্দেশেকাজ করত ওই ৪ জঙ্গি। সন্দেহভাজন ওই জঙ্গির নাম ওসমান। শ্রীলঙ্কারই কোথাও লুকিয়ে রয়েছে সে।