সামনে মোটর পার্টসের দোকান, পিছনে সকলের অগোচরে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বিহারের মধুবানী থেকে সেই কারখানার মালিক-সহ মোট চারজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং খুতাউনা থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। আর তাতেই মেলে বিরাট সাফল্য। মধুবানীর খুতাউনা বাজারের কিষাণ অটো পার্টস নাম এক দোকানের পিছন থেকে উদ্ধার করা হয় বেআইনি অস্ত্র তৈরির বিপুল সামগ্রী।
Advertisement
উদ্ধারকৃত সামগ্রীগুলির মধ্যে রয়েছে, ২৪টি ৭এমএম পিস্তলের বডি, ২৪টি ব্যারেল, ৩টি স্লাইডার, লেদ মেশিন, ড্রিলিং মেশিনসহ অস্ত্র তৈরির অসংখ্য কাঁচামাল। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কারখানার মূল তিন মাথাকেও। ধৃতদের নাম ইশতিয়াক আলম (৩৮), ইফতিকার আলম (৩৫) এবং রাজকুমার চৌধুরী ওরফে বিরজু (৩০)।
Advertisement
পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে ইফতিকার কারখানার মালিক। অন্যদিকে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুতাউনা বাজার সংলগ্ন হুদ্রায় হদিশ মেলে আরও একটি অস্ত্র কারখানার। সেখান থেকেও উদ্ধার করা হয় ২৪টি ৭ এমএম পিস্তলের বাঁট, লেদ মেশিন, ড্রিলিং মেশিনসহ অস্ত্র তৈরির একাধিক সামগ্রীর। গ্রেপ্তার করা হয় কুমার শাহ নামে বছর বাইশের এক যুবককে।
Advertisement



