• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বন্দুক থেকে বর প্রকাশ্যে গুলি ছুঁড়ছে আকাশে! গ্রেফতার যুবক

বিয়ের আনন্দ উপভােগ করতে ঘােড়ার পিটে বসে গুলি চালিয়েছে খােদ বর। সম্প্রতি এমন বিপজ্জনক একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

প্রতিকি ছবি (File Photo: IANS)

বারাত আসছে ব্যান্ড বাজিয়ে, সঙ্গে বাজির ফুলঝুড়ি। এতাে হামেশাই দেখা যায়। কিন্তু বিয়ের আনন্দে একেবারে দূব্রাজি! তাও আবার শুধু যাত্রীরা নয়। বিয়ের আনন্দ উপভােগ করতে ঘােড়ার পিটে বসে গুলি চালিয়েছে খােদ বর।

এমন ভয়ানক ব্যাপার। অস্ত্রশস্ত্র নিয়ে এবার বিয়ে করতে যেতে হচ্ছে। সম্প্রতি এমন বিপজ্জনক একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তার জেরেই পুলিশ গ্রেফতার করেছে এই বর বাবাজিকে।

Advertisement

সদ্য বিবাহিত এই যুবককে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের শ্যামলী থেকে। পাঠানাে হয়েছে জেলেও। ভিডিওতে স্পষ্ট, ঘােড়ার ওপর থেকে আকাশে গুলি ছুঁড়ে দিল বর। হাতে একটি দেশি শটগান।

Advertisement

যদিও বিয়ে হয়ে গিয়েছে গত ২৪ নভেম্বর। কিন্তু ভিডিওটি সােশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে ডিসেম্বর মাস থেকে। ভাইরালও হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। মঙ্গলবার পুলিশের নজরে আসে এমন কাণ্ড। ভিডিও-র সূত্র ধরেই এফআইআর করা হয় বরের বিরুদ্ধে। এরপর স্থানীয় পুলিশ তাকে শনাক্ত করে শ্যামলী থেকে গ্রেফতার করে।

Advertisement