• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উত্তর প্রদেশে বিয়ে করতে যাওয়ার সময় দুর্ঘটনা, হবু বর সহ মৃত ৮

বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল চরম বিষাদে। উত্তরপ্রদেশের সম্ভলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হবু বর-সহ একই পরিবারের ৮ জন।

বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল চরম বিষাদে। উত্তর প্রদেশের সম্ভলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হবু বর সহ একই পরিবারের ৮ জন। মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশুও। আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সম্ভল ও বদায়ুঁতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বিয়ের জন্য রওনা দিয়েছিলেন ২৪ বছরের সুরজ। তাঁর পরিবারের ১০ জন সদস্য একটি এসইউভি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কিন্তু পথে জেওয়ানাই গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে গাড়িটি।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুত গতিতে থাকা গাড়িটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার ধারে একটি কলেজের দেওয়ালে সজোরে ধাক্কা মারে এবং তার পরই উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সুরজ, তাঁর বৌদি আশা (২৬), আশার দুই বছরের কন্যা ঐশ্বর্য, সুরজের কাকিমা এবং পরিবারের আরও দুই সদস্য। আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে আলিগড়ের মেডিক্যাল কলেজে।

Advertisement

মৃতদের মধ্যে রয়েছেন – হবু বর সুরজ (২৪), সুরজের বৌদি আশা (২৬), আশার মেয়ে ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাই মনোজের ছেলে বিষ্ণু (৬), সুরজের কাকিমা, সুরজের দুই ভাই-বোন ও এক আত্মীয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এসইউভিটিতে যাত্রীধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক ছিলেন, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে বর ও কনের পরিবার। বরের মৃত্যুর খবর পৌঁছতেই কনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের গাফিলতি এবং গাড়ির অতিরিক্ত গতিকে প্রাথমিক কারণ হিসাবে দেখা হচ্ছে।

সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার অনুকৃতি শর্মা বলেছেন, ‘এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে জনতা ইন্টার কলেজের দেওয়ালে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছিল। পরে আরও তিনজন চিকিৎসাকেন্দ্রে মারা গিয়েছেন।’

Advertisement