‘উদ্দেশ্যপ্রণোদিত অপমান’, ক্ষমা চান খাড়গে, জয়রাম, গডকডি়র আইনি নোটিস

Written by SNS March 2, 2024 5:50 pm

ভিডিও ক্লিপ বিকৃত করায় অভিযুক্ত কংগ্রেসের শীর্ষ নেতারা
দিল্লি, ২ মার্চ– কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে অপমন করেছে৷ তাই তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে৷ এমনটাই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির৷ শুধু অভিযোগ নয় ক্ষমাপ্রার্থনা দাবি করে রীতিমতো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং মুখপাত্র জয়রাম রমেশকে আইনি নোটিস পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী৷

যে ভিডিওটি ক্লিপটি বিকৃত করা নিয়ে এই অভিযোগ সেটিতে দেখা গেছে, নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য গডকডি়কে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র৷ শ্রমিক এবং কৃষকেরা অসুখী৷ গ্রামে ভাল রাস্তা নেই, পানীয় জল নেই, ভাল হাসপাতাল নেই, ভাল স্কুল নেই!’’

গডকড়ির অভিযোগ, তাঁর সাক্ষাৎকারের ‘সম্পাদিত অংশবিশেষ’ সমাজমাধ্যমে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ পোস্ট করেছেন উক্ত নেতারা৷ গডকডি়র আইনজীবী বলেন্দু শেখর জানিয়েছেন, একটি নিউজ পোর্টালে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সাক্ষাৎকার থেকে ১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে৷ সেই ভিডিওটি কংগ্রেসের দলীয় এক্স হ্যান্ডলে প্রকাশ করা হয় যা গডকড়ীর পক্ষে অবমাননাকর৷ বিভ্রান্তি তৈরি করা এবং সম্মানহানির উদ্দেশেই ওই ‘অপ্রাসঙ্গিক, বিচ্ছিন্ন এবং অর্থহীন’ ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন গডকডি়র আইনজীবী৷ তিনি আরও জানিয়েছেন, তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে খাড়গে, জয়রামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে৷