এক শিক্ষিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল গুরুগ্রামে। অভিযোগ, পার্টিতে যোগ দেওয়ার নাম করে ওই মহিলাকে ডেকে গণধর্ষণ করা হয়েছে। নির্যাতিতা মহিলা স্বামীর সঙ্গে গুরুগ্রামে থাকেন। শহরের একটি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা পড়ান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চার যুবকের মধ্যে একজনের সঙ্গে সেপ্টেম্বর মাসে পরিচয় হয় ওই শিক্ষিকার। তারপর বেশ কয়েকবার দেখা করেন দু’জনে।
গত ১ অক্টোবর মূল অভিযুক্ত নির্যাতিতাকে ফোন করে পার্টিতে যোগ দেওয়ার কথা বলেন। অভিযুক্তের কথা মতো একটি বাড়িতে যান নির্যাতিতা। সেখানে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এরপর তাঁরা একে একে নির্যাতিতাকে শারীরিকভাবে নিগ্রহ করেন। পরের দিন সকালে কোনক্রমে ওই বাড়ি থেকে বেরিয়ে থানায় হাজির হন নির্যাতিতা। এরপর তিনি পুলিশকে গোটা বিষয়টি জানান। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ।
Advertisement
এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা সকলেই জিমের প্রশিক্ষক। আদালত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মূল অভিযুক্তের বাড়ি হিমাচল প্রদেশে। বাকি তিনজনের মধ্যে একজন উত্তর প্রদেশের প্রয়াগরাজের এবং বাকি দু’জন মহেন্দ্রগড়ের বাসিন্দা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে।
Advertisement
Advertisement



