• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

জোরপূর্বক ধর্মান্তরকরণ খুন, ধর্ষণ, ডাকাতির মতো গুরুতর অপরাধ নয়

এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তের সমালোচনা

ফাইল চিত্র

কয়েকবছর আগে কাউকে বেআইনিভাবে ধর্মান্তরকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। কাউকে জোরপূর্বক ধর্মান্তরকরণ আটকাতে কেন্দ্র সরকারকে একটি আইন তৈরিরও সুপারিশ করেছিল শীর্ষ আদালত। এবার সেই বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট লক্ষ্মণরেখা টানলো আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বেআইনিভাবে বা জোরজবরদস্তি করে ধর্মান্তর করা একটি অপরাধ। তবে তা খুন, ধর্ষণ, ডাকাতির মতো গুরুতর অপরাধ নয়। এক ধর্মান্তরকারীকে জামিন দেওয়ার সময়ে আদালতের পর্যবেক্ষণে এই কথা বলা হয়।

সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মানসিক ভারসাম্যহীন কিশোরকে ধর্মান্তরকরণের অভিযোগ ওঠে। বেআইনি এই ধর্মান্তরকরণের এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি চলছে। ইতিমধ্যে আদালতের নির্দেশে জোরপূর্বক ধর্মান্তরকারী ওই অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়েছে। সেই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের এমনই অভিমত। আদালত জানিয়েছে, জোরপূর্বক ধর্মান্তরকরণ একটি অপরাধ হলেও তা খুন, ধর্ষণ, ডাকাতির মতো সমান অপরাধ নয়।

জানা গিয়েছে, প্রথমে মামলাটির নিম্ন আদালতে শুনানি হয়। কিন্তু অভিযুক্তকে আদালত জামিন দেয়নি। এরপর তিনি এলাহাবাদ হাইকোর্টে গিয়ে আবেদন করেন। এলাহাবাদ হাইকোর্টও অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর ওই অভিযুক্ত ধর্মান্তরকারী সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেখানে তাঁকে জামিন দেওয়া হয়। এব্যাপারে এলাহাবাদ হাইকোর্টে কী কারণে অভিযুক্তকে জামিন দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ হাইকোর্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।