• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ ব্যবসায়ী, শোকস্তব্ধ পাটনা

প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিহারের পাটনা-গয়া-ধোবি চার লেনের জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন ব্যবসায়ী। বুধবার গভীর রাতে জাতীয় সড়ক ৮৪-এর সুইয়া মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগতির চার চাকা গাড়ি ও দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন গাড়ির পাঁচ আরোহী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও গাড়ির সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, ব্যক্তিগত গাড়ির সামনের অংশ একেবারে ট্রাকের নিচে ঢুকে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পার্সা বাজার থানার পুলিশ ও উদ্ধারকারী দল গ্যাস কাটার এবং ক্রেনের সাহায্যে দু’ঘণ্টার প্রচেষ্টায় মৃতদেহগুলি উদ্ধার করে।

Advertisement

নিহতদের সকলেই পাটনা ও আশপাশের জেলার বাসিন্দা এবং কৃষিপণ্য ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত ব্যবসায়ীরা হলেন- রাজেশ কুমার (৫০), সঞ্জয় কুমার সিনহা (৫৫),কমল কিশোর (৩৮), প্রকাশ চৌরাসিয়া (৩৫) এবং সুনীল কুমার (৩৮)।

Advertisement

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত ট্রাকটি হয় খুব ধীরে চলছিল বা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল কিন্তু সতর্কীকরণ আলো (ইন্ডিকেটর) জ্বালানো ছিল না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পাটনার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement