মহিলা সুরক্ষার জন্য অ্যাপস চালু করল দিল্লি পুলিশ

Written by SNS February 8, 2018 7:04 am

মহিলা সুরক্ষার জন্য অ্যাপস চালু করল দিল্লি পুলিশ

দিল্লি- মহিলা নিগ্রহের ঘটনা রাজধানী শহরে এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। নারী সুরক্ষার জন্য দিল্লি এবার নেট দুনিয়ার সাহায্য নিল।

এদিন নারী সুরক্ষা অ্যাপস চালু করল দিল্লি পুলিশ। দিল্লির উপরাজ্যপাল অনিল বৈইজাল “হিম্মত প্লাস” অ্যাপসের উদ্বোধন করেন। অ্যাপসটি দুটি ভাষায় পাওয়া যাবে। হিন্দি এবং ইংরেজিতে।

অ্যাপসে থাকবে কিউআর কোড। এই কোডে ট্যাক্সি, অটোরিক্সা এবং ই-রিক্সা চালকদের বিস্তারিত বিবরণ থাকবে। অ্যাপসের সুবিধা পাওয়া যাবে দিল্লি এয়ারপোর্ট এবং পাঁচটি মেট্রো স্টেশনে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেকোনও মহিলাই এই অ্যাপসের সুবিধা পাবেন। পাঁচটি স্টেশনের মধ্যে রয়েছে, আনন্দ বিহার, বিশ্ববিদ্যালয়, মালভিয়া নগর, সাকেত এবং নেহেরু প্লেস।

বৈইজাল জানিয়েছেন, মহিলারা কোনও বিপদে পড়লে এই অ্যাপস দ্বারা তা চনহিত করা যাবে। তার ফলে তারা নিজেদের রাস্তায় নিরাপদ বোধ করবেন।