লালকেল্লাকে স্থায়ী ধর্ণামঞ্চ গড়ার ষড়যন্ত্র ছিল 

‘লালকেল্লাকে স্থায়ী ধর্ণামঞ্চ গড়ার ষড়যন্ত্র ছিল। দীর্ঘদিন ধরে এর প্রস্তুতি ছিল’ ঠিক এভাবেই বৃহস্পতিবার স্থানীয় আদালতে ৩ হাজার ২০২ পাতার চার্জশিট দাখিল করলাে দিল্লি পুলিশ।

Written by SNS New Delhi | May 28, 2021 1:45 pm

লালকেল্লায় বিক্ষোভ দেখাচ্ছে কৃষকরা। (File Photo: IANS)

‘লালকেল্লাকে স্থায়ী ধর্ণামঞ্চ গড়ার ষড়যন্ত্র ছিল। দীর্ঘদিন ধরে এর প্রস্তুতি ছিল’ ঠিক এভাবেই বৃহস্পতিবার স্থানীয় আদালতে ৩ হাজার ২০২ পাতার চার্জশিট দাখিল করলাে দিল্লি পুলিশ। 

গত ২৬ জানুয়ারি থেকে কেন্দ্রের কৃষিবিলের প্রতিবাদে কৃষক আন্দোলন সংক্রান্ত মামলায় এই ধরনের তথ্য পেশ করলাে দিল্লি পুলিশ। 

শুধু তাই নয় পাঞ্চাবি এবং হরিয়ানা রাজ্যে গত দুবছরে অস্বাভাবিক ট্রাক্টর বিক্রির খতিয়ান তুলে ধরেছে তারা। দিল্লির লালকেল্লার সামনে সুপরিকল্পিত ভাবে কৃষক আন্দোলনের নামে হিংসাত্মক ঘটনা ঘটায় তারা। লালকেল্লাতে শিখরা তাদের ধর্মীয় পতাকা ‘নিশান সাহেব’ টাঙিয়ে দেয়। 

পাঞ্চাব ও হরিয়ানা রাজ্যে ট্রাক্টর বিক্রিতে দেখা গেছে, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালে নভেম্বর পর্যন্ত ৪৩ % বিক্রি বেড়েছে। আবার তা ২০২০ ডিসেম্বর মাসে দাঁড়ায় ৮৫ % তে। 

কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি থেকে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষা দীর্ঘমেয়াদি আন্দোলন শুরু করে থাকে। সেই ঘটনায় আজ দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করলাে।