দিল্লি, ১৩ জানুয়ারি– টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হল এক কৃষি বিশেষজ্ঞের। স্টুডিওতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বিশেষজ্ঞ। অনুষ্ঠান শুরুর সময় কোন অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। লাইভ অনুষ্ঠান চলাকালীন কথোপকথনের মধ্যেই মৃত্যু হয় বিশেষজ্ঞের।শুক্রবার দূরদর্শনে একটি লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার সময় স্টুডিওতে এই ঘটনা ঘটে।
Advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালে এক লাইভ ‘টক শো’ চলাকালীন মৃত্যু হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্রর। শ্রীনগরে দূরদর্শনের স্টুডিও থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রীতার। জম্মু ও কাশ্মীরের অ্যাকাডেমি অব আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ়েস-এর প্রাক্তন সচিব ছিলেন রীতা।
Advertisement
Advertisement



