• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা সহ দেশের চার রাজ্যে হানা সিবিডিটির 

মধ্যপ্রদেশ, মুম্বই, সােলাপুর, মহারাষ্ট্র ও কলকাতার ২২ টি জায়গায় হানা দিল আয়কর দফতর।

প্রতীকী ছবি (Photo: IANS)

মধ্যপ্রদেশ, মুম্বই, সােলাপুর, মহারাষ্ট্র ও কলকাতার ২২ টি জায়গায় হানা দিল আয়কর দফতর। মধ্যপ্রদেশের সােয়া প্রােডাক্ট প্রস্তুতকারী গ্রুপের অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ কোটি অঘােষিত টাকা উদ্ধার করা হয়। 

পাশাপাশি, ওই অফিস থেকে ল্যাপটপ, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভও বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিডিটি’র তরফে বলা হয়েছে, ‘তল্লাশি চালিয়ে অঘােষিত ৪৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।’

Advertisement

মধ্যপ্রদেশের বেতুলে ওই গ্রুপের অফিসে হানা চালিয়ে ৮ কোটি টাকা সহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে যার মূল্য ভারতীয় মুদ্রায় ৪৪ লাখ টাকা। 

Advertisement

আয়কর দফতরের নীতি নির্ধারক সংস্থার তরফে জানানাে হয়েছে, ‘নটা ব্যাঙ্ক লকারেরও খোঁজ পাওয়া গেছে। কলকাতার বেশ কয়েকটি সংস্থার অফিস থেকে ২৫৯ কোটি টাকা উদ্ধার করেছে।

Advertisement