সরকারি টাকা হাতাতে দিদির কপালেই সিঁদুর ভাইয়ের!

Written by SNS March 19, 2024 8:26 pm

লখনউ, ১৯ মার্চ– উত্তরপ্রদেশে গণবিবাহের আসরে দুর্নীতির এহেন উদাহরণ ভূ-ভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ৷ সরকারি টাকা হাতাতে দিদির কপালেই সিঁদুর দিলেন ভাই৷ ‘কীর্তিমান’ ভাই-বোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

‘মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পে’ কনেকে ৫১ হাজার টাকা দেয় উত্তরপ্রদেশ সরকার৷ সেই টাকা হাতাতে ভুয়ো কাগজপত্র তৈরি করেন লক্ষ্মীপুর ব্লকের কাজরি গ্রামের বাসিন্দা প্রীতি যাদব৷ এরপর সরকারের খাতায় বিয়ে দেখাতে নিজেরই ভাই কৃষ্ণের সঙ্গে ষড়যন্ত্র করেন তিনি৷ সরকারি পঞ্চায়েত আধিকারিকের উপস্থিতিতে রীতি মেনে বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ের ছবি তুলে সরকারের কাছে টাকার অনুমোদনের জন্য পাঠানো হয়৷ যদিও বাস্তবে দেখা যায়, প্রীতি ইতিমধ্যেই বিবাহিত৷ রমেশ নামে এক ব্যক্তির সঙ্গে আগেই বিয়ে হয়েছে তাঁর৷ এহেন দুর্নীতি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন৷ স্থানীয় পুরন্দরপুর থানায় এই ভুয়ো বর-বধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন খোদ এডিও চন্দন পাণ্ডে৷ শুধু তাই নয়, এই ভুয়ো বিয়ের আসরে উপস্থিত ছিলেন কাজরি গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক মিলিন্দ চৌধুরী৷ প্রাথমিক তদন্তে তাঁর অপরাধ প্রমাণ হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে৷ পাশাপাশি ইন্দ্রেশ ভারতী নামে আরও এক সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে দুর্নীতির ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে৷