গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হল আমেরিকায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ায় আনমোলকে হেফাজতে নিয়েছে পুলিশ। চলতি মাসের শুরুতেই আমেরিকায় লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কারণ গোয়েন্দা বিভাগ জানতে পারে আনমোল আমেরিকায় রয়েছে। মুম্বই পুলিশ কারাগারে আটক গ্যাংস্টার লরেন্সের ছোট ভাইকে প্রত্যর্পণের প্রস্তাব পাঠায়। সেই মতো তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছিল পুলিশ। বাবা সিদ্দিকি হত্যা মামলা সহ আরও বেশ কিছু অপরাধে আনমোল বিষ্ণোইকে অভিযুক্ত করা হয়েছে।
Advertisement
Advertisement
সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা-সহ মোট ১৮টি মামলায় অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। ২০২২ সালের মে মাসে পঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডেও তাঁর যোগ রয়েছে বলে অনুমান করা হয়। মুসেওয়ালার উপর হামলায় যাঁরা অভিযুক্ত তাঁদের অস্ত্র সরবরাহ করারও অভিযোগ রয়েছে লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে।
২০১৫ থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি লরেন্স বিষ্ণোই। পুলিশ সূত্রে খবর, তাঁর হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম আনমোলই পরিচালনা করেন। তদন্ত শুরুর পর থেকে আনমোলের কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ। তাঁকে পলাতক হিসাবে চিহ্নিত করা হয়। আমেরিকা থেকে নির্দিষ্ট তথ্য মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে আসার পরই তদন্তকারীরা তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হন।
Advertisement



