• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কেরলে উদ্ধার ইউটিউবার দম্পতির দেহ

আঠারো হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের। গত শুক্রবার রাতে এই চ্যানেল থেকে শেষ পোস্ট করা হয়েছিল। এটি ৫৫ সেকেন্ডের একটি শর্টস। সেই শর্টসে তাঁদের বেশ কয়েকটি ছবির কোলাজ দেখা যাচ্ছে।

বাড়ি থেকে উদ্ধার হল এক জনপ্রিয় ইউটিউবার দম্পতির দেহ। কেরলের পরসল্লা শহরের ঘটনা। ২৭ অক্টোবর রবিবার এই দুই জনের দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, ২ দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওই দম্পতি আত্মহত্যা করেছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

গত ২ দিন ধরে ওই দম্পতিকে পাড়ায় দেখতে পাওয়া যায়নি। তাঁদের খোঁজ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে। পরসল্লা পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের নাম সেলভারাজ ও প্রিয়া। ৪৫ বছর বয়সি সেলভারাজের দেহ এদিন ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অন্যদিকে বিছানায় পড়েছিল প্রিয়ার দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে, আনুমানিক ২ দিন আগে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য তাঁদের দেহ পাঠানো হয়েছে।
মৃত দুই জন অনেকদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল চালান। তাঁদের চ্যানেলের নাম সেল্লু ফ্যামিলি। এই চ্যানেলে ১৪০০ ভিডিও আছে। আঠারো হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের। গত শুক্রবার রাতে এই চ্যানেল থেকে শেষ পোস্ট করা হয়েছিল। এটি ৫৫ সেকেন্ডের একটি শর্টস। সেই শর্টসে তাঁদের বেশ কয়েকটি ছবির কোলাজ দেখা যাচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা আত্মহত্যা করেছেন নাকি খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা করলে কেন করেছেন সেই দিকটাও তদন্ত করে দেখা হচ্ছে। কোন মানসিক চাপের কারণে তাঁরা এই কাণ্ড ঘটালেন তা জানতে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা।

Advertisement

Advertisement