• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাজের চাপে কেরলে আত্মঘাতী বিএলও

কাজের চাপে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। চাপ সইতে না পেরেই এই কঠিন সিদ্ধান্ত। বিএলও-র মৃত্যুতে দায়ের হয়েছে এফআইআর।

এসআইআরের কাজের প্রবল চাপে আত্মঘাতী এক বুথ লেভেল অফিসার। জানা গিয়েছে, কাজের চাপে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। চাপ সইতে না পেরেই এই কঠিন সিদ্ধান্ত। বিএলও-র মৃত্যুতে দায়ের হয়েছে এফআইআর।

প্রয়াত বিএলও-র নাম অনীশ জর্জ। তিনি পয়ান্নুরের এক সরকারি স্কুলে পিওনের কাজ করতেন। পুলিশ জানিয়েছে, রবিবার অনীশের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, আত্মহত্যা করেছেন অনীশ। তাঁর পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপে এই পরিণতি।

Advertisement

ঘটনার নিন্দা করেছেন স্থানীয় কংগ্রেস নেতা রিজিল মাক্কুট্টি। তিনি জানিয়েছেন, ‘বিজেপির এজেন্ডা পূরণ করার জন্য নির্বাচন কমিশন বিএলও-দের উপর যে চাপ সৃষ্টি করছে, তারই পরিণতির শিকার বিএলও অনীশ জর্জ।’ বাড়িতে প্রায়ই কাজের চাপের কথা বলতেন অনীশ জর্জ। গোতা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

Advertisement