বিমানবন্দরের ভিতরে প্রকাশ্যে নামাজ পড়ছেন মুসলিমরা। দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম কর্নাটক। সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপর বেজায় চটেছে বিজেপি। তাদের অভিযোগ, এখানকার কংগ্রেস সরকার আইএসএসকে নিষিদ্ধ করতে উদ্যোগী, অথচ বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে তুষ্ট করতে প্রকাশ্য স্থানে তাঁদের ধর্মীয় কার্যকলাপকে সমর্থন করছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। মক্কাগামী যাত্রীরা বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে নামাজ পড়ছিলেন। তাঁদের জন্য টার্মিনালের ভেতর বিশেষ একটি হল তৈরি করা হয়েছে। নামাজ পড়ার সেই ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে বিজেপি নেতা বিজয় প্রসাদ লিখেছেন, ‘বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল-২ তে এই ধর্মীয় আচার পালনের অনুমতি কে দিয়েছে? মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে আপনারা কি এটি অনুমোদন করেছেন? এই ব্যক্তিদের কি উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দরে নামাজ পড়ার জন্য আগে থেকে অনুমতি নিয়েছিল?’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আরএসএসের অনুষ্ঠান, মিছিল এবং শাখা নিয়ে কংগ্রেসের সমস্যাটা কোথায়? কংগ্রেস সরকার এই সব বিষয়ে পুরোপুরি অন্ধ। অথচ এটি একটি গুরুতর সমস্যা।’
Advertisement
প্রসঙ্গত, কর্নাটক সরকার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দরে কোনও ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না। কাজেই আরএসএসের কার্যক্রমও বিমানবন্দরে নিষিদ্ধ। কিছু দিন আগে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জনসমক্ষে আরএসএসের অনুষ্ঠান বাতিল করার আবেদন জানিয়েছেন। এই পদক্ষেপকে সমর্থন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেছেন, দেশে অস্থিরতার আসল উৎস হল আরএসএস এবং বিজেপি। তবে আরএসএসের বিরুদ্ধে সরব হলেও মুসলিমদের প্রতি সিদ্দারামাইয়া পক্ষপাত করছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি।
Advertisement
Advertisement



