বাংলা নিয়ে উদ্বেগ

 সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, আদালতের রায় হিন্দি, ইংরেজি সহ অন্য পাঁচটি আঞ্চলিক ভাষাতে করা যাবে।অথচ তাতে বাংলাভাষা নেই।

Written by SNS New Delhi | July 12, 2019 3:33 pm

সুপ্রীম কোর্ট (file photo)

সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, আদালতের রায় হিন্দি, ইংরেজি সহ অন্য পাঁচটি আঞ্চলিক ভাষাতে করা যাবে।অথচ তাতে বাংলাভাষা নেই।

এনিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করলেন বাংলা ও বাংলাভাষা বাঁচাও কমিটির সভাপতি ডাক্তার মুকুন্দ মজুমদার। মুকুন্দবাবু বলেন, বাংলাভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। গােটা বিশ্বে অসংখ্য মানুষ বাংলাভাষাতে কথা বলেন। বাংলাভাষা বেশ সমৃদ্ধ ভাষা।গােটা বিশ্বের মানুষ বাংলাভাষার কথা না জানেন।

অথচ এই ভাষাতে আদালতের কাজ অনুবাদ করা যাবে না বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তারা অত্যন্ত চিন্তিত।বিষয়টি নিয়ে মুকুন্দবাবুরা সরকারি বিভিন্ন কমকর্তাদের কাছে চিঠি দিচ্ছেন।