• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বলিউডের ভাবমূর্তি নষ্ট করে বদনাম করার চেষ্টা হচ্ছে এই অভিযােগ এনে আদালতের দ্বারস্থ ৩৮ টি প্রযােজনা সংস্থা

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলিউডের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ তথা বলিউডকে বদনাম করার চেষ্টা চালানাে হচ্ছে বলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

শাহ্রুখ খান এবং সালমান খান (Instagram/@shahrukh.khan.10, @beingsalmankhan) আমির খান(Photo: IANS)

বলিউডের ভাবমূর্তি নষ্ট করে বদনাম করার চেষ্টা হচ্ছে, এই অভিযােগ এনে আদালতের দ্বারস্থ হলেন বি টাউনের ৩৮টি প্রযােজনা সংস্থা। শাহরুখ খান, সালমান খান, আমির খান সহ একাধিক অভিনেতা তথা প্রযােজনা সংস্থা একজোট হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলিউডের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ তথা বলিউডকে বদনাম করার চেষ্টা চালানাে হচ্ছে বলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বলিউডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই অভিযােগ এনে এবার দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হল বলিউডের ৩৮ টি প্রযােজনা সংস্থা এবং ফিল্ম বডির তরফে। বলিউডের বিভিন্ন প্রযােজনা সংস্থার পাশাপাশি দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রােডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসােসিয়েশনের তরফে ওই মামলায় নিজেদের নাম  নথিভুক্ত করা হয়েছে।

Advertisement

আদালতে অভিযােগ বি টাউনের বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের পাশাপাশি বারবার এই ইন্ডাস্ট্রির মানুষদেরকে মাদকের নেশায় আসক্ত বলে আক্রমণ করা হচ্ছে। তাতে ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযােগ করা হয়। টিআরপি বাড়ানাের জন্যেই বলিউডের বিরুদ্ধে ওই ধরনের অপশব্দ ব্যবহার করে খবর পরিবেশন করা হচ্ছে বলে অভিযােগ করা হয়।

Advertisement